বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ০৬ এপ্রিল ২০২৫ ১৩ : ০৬Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: কিছুদিন আগেই হারিয়েছেন মা কল্পনা বন্দ্যোপাধ্যায়কে। এবার মায়ের স্মৃতিকে আঁকড়ে মেয়েকে নিয়ে নতুন পথচলা শুরু করলেন কনীনিকা বন্দোপাধ্যায়। শুরুর কোনও বয়স হয় না, এমনটাই মনে করেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়, তাই বাড়ি ও বাইরের সব দায়িত্ব সামলে এবার নতুন পরিচিতি নিয়ে সকলের সামনে হাজির হচ্ছেন তিনি।
মা ও মেয়ের যুগলবন্দিকে আরও সুন্দর করে সাজাতে কনীনিকা নিয়ে এলেন তাঁর নিজস্ব পোশাকের সংস্থা 'কনী অ্যান্ড কিয়া'। মেয়ের নামের সঙ্গে নিজের নাম মিলিয়ে সংস্থার নামকরণ করেছেন তিনি নিজেই। কনীনিকার কথায়, “আসলে ও জন্মবার পর থেকেই এই পাঁচ বছরে আমরা মা মেয়ে প্রায় একই রকমের পোশাক পরে অনেক ফটোশুট করেছি, বহু মানুষ যা দেখে প্রশংসা করেছেন, সেই পোশাকের সম্বন্ধে জানতে চেয়েছেন। তাই মা এবং মেয়ের এই বন্ডিং স্ট্রং করতেই এই ভাবনা প্রথম মাথায় আসে। যদিও আমার কাপড়ের ব্যবসা করার চিন্তাভাবনা কখনই ছিল না, তবে একজনের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে শুরু করি। পরে সেই মহিলা আমাকে ভুল বুঝতে শুরু করেন নানা কারণে, তাই আমি নিজেই সরে আসি।”
“মাত্র এক মাসের মধ্যেই সবরকম ভাবনা চিন্তা করে এ নতুন ব্যবসা শুরু করলাম, তবে খুব বেশি আয়ের কথা মাথায় রেখে এই যাত্রা শুরু করিনি। আসলে আমি নিজে কন্যাসন্তান খুব ভালবাসি...সব সময় ভাবতাম আমার মেয়ে হলে আমি তাকে খুব সাজিয়ে গুছিয়ে রাখব। এমনকি মায়ের পোশাক পড়তে খুব ভালবাসি। আমার যখন কাজ থেকে ফিরতে দেরি হয়, তখন এসে দেখি কিয়া আমার কোনও জামা জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে... কারণ সেই পোশাকে মায়ের গন্ধ থাকে, স্পর্শ থাকে। তাই মা-মেয়ের সম্পর্কটা আরও সুন্দর করতে, রঙিন করতেই আমার এই ভাবনা। অনেক আগে থেকে ভাবনা চিন্তা করেছি এমনটা নয়, মাত্র কয়েক দিনের মধ্যেই এই কাজ শুরু করলাম।”
আপাতত এই নতুন ব্যবসা নিজেই একাহাতে সামলানোর চেষ্টা করছেন কনীনিকা। তবে পাশাপাশি সমাজমাধ্যমে তাঁর করা একটি পোস্ট সবার নজর কেড়েছে।
কিছুদিন আগেই মা কল্পনা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন কনীনিকা। সে প্রসঙ্গ উচ্চারণ না করেও সেই রেশ বজায় রেখে অল্প কথায় অভিনেত্রী জানিয়েছেন, সমাজমাধ্যমে তাঁর অ্যাকাউন্টটি সামলায় তাঁর মিডিয়া টিম। যেসব পোস্ট করতে হচ্ছে তার অধিকাংশই আগে থেকে পরিকল্পনা মাফিক হচ্ছে অথবা পেশাদারিত্বের ক্ষেত্রে করা হচ্ছে। এইসব পোস্টের সঙ্গে তাঁর এইমুহূর্তের মন-মেজাজের আবহাওয়ার কোনও মিল নেই।
নানান খবর

নানান খবর

হাতে সূর্যমুখী, মুখে হাসি, মনে আগুন— ক্যানসারের বিরুদ্ধে লড়াকু তাহিরার পোস্টে চোখ ভিজল নেটপাড়ার

ত্রিকোণ প্রেমে জুটি বাঁধছেন সায়ন-তানিষ্কা-আর্য! কবে আসছে নতুন ধারাবাহিক?

তামান্নার ‘লিকড’ ভিডিও দেখে স্তব্ধ অনুরাগীরা, শোরগোল শুরু নেটপাড়ায়! ৮৯-এও ভাংরা নেচে আসর জমালেন ধর্মেন্দ্র

উলটপুরাণ টিআরপি তালিকায়! প্রথম স্থানে টিকে থাকতে পারল কি 'পরিণীতা'?

মুক্তির আগেই বিদেশের মাটিতে 'হেমা মালিনী', নতুন যাত্রা প্রসঙ্গে কী জানালেন পারমিতা মুন্সী?

বিশাল ভরদ্বাজের নতুন ছবিতে শাহিদের সঙ্গে এবার জুড়লেন তাব্বু? ‘হায়দার’ ত্রয়ীর ছবি দেখে তোলপাড় নেটপাড়া

আইনের মঞ্চে কথাকলি নেচে প্রতিশোধ— রইল ‘কেশরী চ্যাপ্টার ২’তে অক্ষয়ের নতুন লুক!

টাইম ট্র্যাভেল থেকে মারাত্মক ভিলেন— অতীত থেকে ভবিষ্যতের সময়পথ উল্টেপাল্টে এবার ইতিহাস বদলাবে কৃষ!

একদিকে পুলিশ, অন্যদিকে ‘বিগ বস’! রাজনীতি ও কৌতুকের কাঁটাতারের মাঝখানে বিতর্কের আগুন উস্কাচ্ছেন কুণাল কামরা

‘ভিডিও বৌমা’ থেকে বয়কট ঋ ও স্যান্ডিকে! ঠাকুরপুকুর গাড়িচাপা কাণ্ডের পর কড়া পদক্ষেপ চ্যানেল কর্তৃপক্ষের

পয়লা বৈশাখে 'সেনগুপ্ত পরিবার'-এ আবার অঘটন! 'সোনা'র বরকে কেন খুন করল 'দীপা'?

বাংলা ছবিতে বলিউডি শুভেচ্ছা! ঋতুপর্ণা-শর্মিলার ‘পুরাতন’-এর ঝলক দেখে আপ্লুত মাধবন কী বললেন?

ফেলুদা পারল না, করে দেখাল ‘তোপসে’! বিয়ে করলেন কল্পন মিত্র, পাত্রী কে জানেন?

‘তোকে কেন এত চেনা লাগছে?’ কাঞ্চনকে প্রথমবার দেখে অদ্ভুত অস্থিরতায় কেন ভুগেছিলেন রাখি গুলজার?

আট আটটা ছবি, একটাও মুক্তি পায়নি! ইরফান-নওয়াজের অনবদ্য যুগলবন্দি কি হারিয়ে যাবে চিরতরে?